আইয়ামে বীজের রোজা অক্টোবর ২০২৪
আপনি কি জানেন রমজান মাস ছাড়াও সারা বছর অনেক নফল রোজা রয়েছে তার মধ্যে আইয়ামে বীজের রোজা রয়েছে । তাই আজকে এ রোজা সম্পর্কে কিছু আলোচনা করব এবং তা কবে রোজা থাকতে হবে এবং কখন সব বিষয়ে আলোচনা হবে অবশ্যই আমাদের পোস্টটি মনোযোগ সহকারে দেখে থাকবেন । ফিরোজা রাখলে কি ফজিলত বিধান ও মাসালা সম্পর্কে জানতে হয় তা আমরা নিচে সুন্দরভাবে গুছিয়ে বলবো তাই অবশ্যই আপনারা আমাদের পোস্টটি এড়িয়ে যাবেন না ।
আইয়ামে বীজের রোজা কাকে বলে
আপনি কি জানেন এ রোজা কবে তাকে আপনি জানেন তাই আপনাদের জানানোর জন্যই আমরা এই ক্যাটাগরিটি রেখেছি তা অবশ্যই আমাদের মনোযোগ সহকারে লেখাটি পড়বেন । আরবিতে দুটি শব্দ সম্মেলনের পঠিত আইয়ামে বীজ । প্রতি হিজরী মাসে চন্দ্র মাসে ১৩-১৪,১৫ তারিখে আইয়ামে বীজ বলা হয় ।
আমরা অনেক সময় ক্যালেন্ডারে জানাও অজানা ভাবে এড়িয়ে চলি আবার বুঝতে পারি না তাই তো অনলাইনে সার্চ করে থাকেন আপনারা এবং সঠিক তারিখটি জানার জন্য চেষ্টা করেন । আপনাদের জন্য আমাদের আজকের পোস্টটি করা হয়েছে ।
আইয়ামে বীজের রোজার তারিখ
বাংলাদেশে ২০২৪ সালের তথা হিজরি ১৪৪৫ এর জিলকদ মাস শুরু হয়েছে ১০ মে ২০২৪ শুক্রবার থেকে। সে হিসাবে এ মাসের আইয়ামে বীজের ৩টি রোজা রাখতে হবে যথাক্রমে ২২, ২৩ ও ২৪ মে ২০২৪; বুধ, বৃহস্পতি ও শুক্রবার। অর্থাৎ ২১ তারিখ মঙ্গলবার দিবাগত রাতে সাহরি খেয়ে বুধবার থেকে রোজা শুরু করতে হবে।
ইসলামিক ফাউন্ডেশনে প্রতি মাসে চাঁদ দেখার যাওয়ার ঘোষণা তাদের ওয়েবসাইটে দিয়ে থাকে আর আমরা তাদের থেকে যে তথ্যগুলি পাই তাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে আমরা তথ্য সংগ্রহ করে আমাদের মত করে আমরা তার গুছিয়ে দেয়ার চেষ্টা করি ।
আইয়ামে বীজ বা নফল রোজা সম্পর্কে কিছু মাসআলা জেনে নেই
আইয়ামে বীজ সহ যে কোনো নফল রোজার নিয়ত বা সংকল্প করা যাবে সর্বোচ্চ দিনের মধ্যভাগ পর্যন্ত। মধ্যভাগ হিসাব করতে হবে সাহরির শেষ সময় থেকে ইফতারের সময় পর্যন্ত যে সময় হয় তার অর্ধেক পর্যন্ত। সাহরি থেকে ইফতার পর্যন্ত যদি ১৪ ঘন্টা সময় হয়ে থাকে তাহলে সাহরির শেষ সময়ের পর থেকে ৭ ঘন্টা পর্যন্ত নিয়ত করলে রোজা শুদ্ধ হবে। এর পরে নিয়ত করলে রোজা হবে না। সাহরির পরে এই ৭ ঘন্টার মধ্যে নিয়ত করলেও শর্ত হচ্ছে সাহরি থেকে এই নিয়ত করার সময়ের মধ্যে রোজা ভঙ্গ হওয়ার মত কোনো কাজ করা যাবে না।
অনেকের ক্ষেত্রে এমন হতে পারে যে সাহরির সময় উঠতে পারে নি পরে ফজরের সময় উঠেছে বা আরো পরে উঠেছে। এরপর চিন্তা করল আজকের দিনটি রোজা রেখে ফেলব। এরকম পরিস্থিতিতে কখন রোজা রাখার সিদ্ধান্ত নিলাম সেটা হিসাব করে বের করা জরুরি। সহজ কথায় রোজাটি অর্ধেক পূর্ণ হওয়ার আগেই নিয়ত করতে হবে।
শেষ কথা
আমাদের পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য আরো হাজারটি পোস্ট লেখার অনুপ্রেরণা জায়গায় ।