রোজা নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি, বাণী, কিছু কথা
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় মুসলিম ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সামনে আমাদের মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় বিষয় রোজা আমরা প্রতি বছরে একমাস আল্লাহর কাছে সানিধ্য প্রিয় বান্দা হওয়ার লক্ষ্যে এক মাস সিয়াম সাধনা পালন করে থাকি। সিয়াম মানে হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেওয়া, তার মানে আপনার জীবনের সবকিছু গুনা জ্বালিয়ে দিয়ে নিজেকে আবার পরিপূর্ণ ঈমানদার গড়ে তোলা।
রমজান মাস আমাদের মুসলিমদের জন্য একটি নেয়ামত পূর্ণ ও সাওয়াবের মাস যা আমরা বছরেই একবার পেয়ে থাকি, আর এই রমজান মাসে রোজা রাখার মধ্য দিয়ে আমরা আল্লাহর সানিধ্য পাওয়ার জন্য নামাজ রোজা ও লাইলাতুল কদর ও ইত্তেকাফ পালন করে থাকি। আর যে ব্যক্তি রমজান পাওয়ার পরও রোজা রাখলো না সে ব্যক্তির মত হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই আমাদের সকলের রমজান মাসে ৩০ টি রোজা ব্রত পালন করা। আর আপনারা যারা রমজান মাস নিয়ে উক্তি ,স্ট্যাটাস, ক্যাপশন, অনলাইনে অনুসন্ধান করতেছেন তাদের জন্য আমাদের আজকের এই আর্টিকেলটি ।
রোজা নিয়ে কিছু কথা
রোজা নিয়ে আমরা সবাই একটু হলেও জানি আর এই রমজান মাসের ফজিলত ও গুরুত্ব যে কত বেশি তা পবিত্র কুরআন শরীফ ও হাদিসে বর্ণিত রয়েছে রমজান মাস এমন একটি মাস যা আমাদের ঈমানকে শক্তিশালী করে দেওয়ার মাস, এক কথায় হাদিসে বর্ণিত আছে বাঁকা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে সোজা করানোর নাম হচ্ছে রমজান। এই রমজান মাসে ঈমান কে পরিপূর্ণ ও খোদাভীরু করে তোলার মাস রমজান নিয়ে কিছু হাদিস নিচে তুলে ধরা হলো —
হজরত উসমান বিন আবুল আস থেকে বর্ণিত, মহানবী (সা.) এরশাদ করেন, ‘রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢালস্বরূপ; যেমন যুদ্ধের সময় নিজেকে রক্ষা করার জন্য তোমাদের ঢাল থাকে।’ (মুসনাদে আহমাদ, সহিহুল জামিউস সাগির, হাদিস: ৩৮৭৯)
হজরত সাহল ইবনে সাআদ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) এরশাদ করেন, ‘জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে, যার নাম রাইয়ান। কিয়ামতের দিন ওই প্রবেশদ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে। তারা ছাড়া আর কেউই ও দরজা দিয়ে প্রবেশ করবে না। বলা হবে, ‘কোথায় রোজাদারগণ?’ সুতরাং তারা ওই দরজা দিয়ে (জান্নাতে) প্রবেশ করবে। এর পর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন সেই দরজা বন্ধ করা হবে। ফলে তা দিয়ে আর কেউই প্রবেশ করতে পারবে না।’ (বুখারি, হাদিস: ১৮৯৬)
হজরত আবু সাইদ (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে বান্দা আল্লাহর পথে একদিন মাত্র রোজা রাখবে, সেই বান্দাকে আল্লাহ বিনিময়ে জাহান্নাম থেকে ৭০ বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন।’ (বুখারি, হাদিস: ২৮৪০)
রোজা নিয়ে উক্তি
আপনি কি রমজান নিয়ে উক্তি অনলাইনে সার্চ করতেছেন, তাহলে আপনি ঠিক জায়গায় অবস্থান করতেছেন। আমরা এই আর্টিকেলে রমজান নিয়ে সেরা কিছু মনীষী বা ইসলামিক পন্ডিত ব্যক্তিত্বদের উক্তি বা বাণী তুলে ধরেছি যা বাছাইকৃত নিচে তা পর্যায়ক্রমে সুন্দরভাবে দেওয়া হল —-
হে মুমিনগণ! তোমাদের জন্য সিয়াম ফরজ করা হল যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা মুত্তাকী হতে পার -(আল বাকারাহ্ঃ ১৮৩)
সাহল ইবনু সা দ (রাঃ) হতে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে -হাদিস নং – ১৯৫৭
সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ-(আল বাকারাহঃ ১৮৭)
সাহল (রাঃ) হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জান্নাতে রাইয়্যান নামক একটি দরজা আছে এ দরজা দিয়ে কিয়ামতের দিন সওম পালনকারীরাই প্রবেশ করবে তাদের ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না -(হাদিস নং – ১৮৯৬)
সালমা ইবনু আকওয়া (রহ ) হতে বর্ণিত যে আশূরার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এ বলে লোকদের মধ্যে ঘোষণা দেয়ার জন্য পাঠালেন যে যে ব্যক্তি খেয়ে ফেলেছে সে যেন পূর্ণ করে নেয় অথবা বলেছেন সে যেন সওম আদায় করে নেয় আর যে এখনো খায়নি সে যেন আর না খায় –(হাদিস নং – ১৯২৪)
রোজা নিয়ে স্ট্যাটাস
রোজা নিয়ে আপনি কি স্ট্যাটাস অনলাইনে খুঁজতেছেন অথবা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার ইত্যাদিতে বন্ধুদের অগ্রিম রোজার শুভেচ্ছা জানানো নিয়ে স্ট্যাটাস পোস্ট করতে চাচ্ছেন, কিন্তু সুন্দরভাবে স্ট্যাটাস লিখতে পারতেছেন না। তাহলে আপনার জন্য আমাদের এই আর্টিকেলটি রোজা নিয়ে সুন্দর কিছু স্ট্যাটাস নিচে তুলে ধরা হলো —
বছর ঘুরে পুনরায় এলো পবিত্র সেই রোজা, পাপ পূণ্যের হিসেব করে, চলবো সঠিক সোজা। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অভিনন্দন।
রমাজানে কারো পরিবর্তন দেখে হাসবেন না,,, কারণ রমজান আসেই পরিবর্তন এর জন্য শভ কামনা। শুভ রমযান
হে রাব্বুল আলামি,,, রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াতকে সুদীর্ঘ করে দিন।।
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। হে,,, রাব্বুল আলামিন আমাদের সকলকে ৩০ টা রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুন। আমিন।