আইয়ামে বীজের রোজা ডিসেম্বর ২০২৪
আসসালামু আলাইকুম মুসলিমগন। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আলোচনা করবো আইয়ামে বীজের রোজা ডিসেম্বর ২০২৪ সম্পর্কে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের ইসলাম নিয়ে সঠিক ধারোনা নেই। অনেকেই আছেন যাদের আইয়ামে বীজ রোজা সম্পর্কে কোনো ধারণা নেই। সকল মুলমানদের উচিত ইসলামিক বিষয় সম্পর্কে সঠিক ধারণা থাকা এবং সবার উচিত ইসলামের সকল নির্দেশনা মেনে চলা। তেমনি একটি বিষয় হলো আইয়ামে বীজের রোজা সম্পর্কে সঠিক ধারণা থাকা। আইয়ামে বীজের রোজা রাখার অনেক গুরুত্ব ও ফজীলত রয়েছে। এই রোজা পালনে মুসলমানরা অনেক সওয়াব লাভ করতে পারে। কারণ বছরজুড়ে সহজে রোজার সওয়াব পাওয়ার অন্যতম মাধ্যম এ রোজা। এ ছাড়াও বছর জুড়ে রোজার সওয়াব পাওয়ার আরও আমল আছে। তবে তুলনামূলক ভাবে সহজে ও সারা বছর রোজার সওয়াব মেলে এ রোজায়। হাদিসের বর্ণনা থেকে তা প্রমাণিত।
প্রতি চন্দ্র মাসে তিনটি রোজা রাখা মুস্তাহাব। দিনগুলো হলো আইয়ামুল বিজ তথা প্রতি আরবি মাসের ১৩, ১৪ ও ১৫তম দিন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো এ রোজাগুলো ছাড়তেন না। তিনি সব সময় আইয়ামে বিজের রোজা রাখতেন। এমনকি সফরেও। তবে রোজাগুলো ফজিলতপূর্ণ হলেও তিনি উম্মতের জন্য এ রোজাকে বাধ্যতামূলক করেননি। প্রতি চন্দ্র মাসের ১৩-১৪ ও ১৫ তারিখের রোজা পালন করা মুস্তাহাব। এগুলোকে আইয়ামে বীজের রোজা বলা হয়। এছাড়া সপ্তাহের প্রতি সম প্রতিবার এবং শাওয়াল মাসের ছয়টি রোজা পালন করা মুস্তাহাব।আইয়ামে বিজ তথা চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ চাঁদ পূর্ণতা পায়। এ জন্য এ সময়ে মাটি ও মানুষের ওপর এর প্রভাবও পড়ে সর্বোচ্চ। ফলে ভূপৃষ্ঠ ও মানুষের অভ্যন্তরে এ আকর্ষণের মাত্রাও বৃদ্ধি পায়। ভূভাগে এ আকর্ষণ প্রকাশিত হয় সাগর-নদীতে জোয়ার-ভাটার মাধ্যমে আর মানুষের মধ্যে এটির প্রকাশ ঘটে চঞ্চলতা, আবেগ-উদ্বেগ, গোঁড়ামি, দুশ্চিন্তা, অস্থিরতা, মানবিক ও স্নায়ুবিক উত্তেজনা ইত্যাদি বৃদ্ধির মাধ্যমে। যার সর্বশেষ ফলাফল দাঁড়ায় অপরাধপ্রবণতা বৃদ্ধির মাধ্যমে।
আইয়ামে বীজের রোজার নিয়ত
আইয়ামে বীজের রোজার নিয়ত হলোঃ হে আল্লাহপাক আমি আগামীকালের জন্য আইয়ামে বীজের নফল রোজা রাখার উদ্দেশ্যে সেহেরী খেয়ে রোজা রাখছি তুমি আমার রোজাটি কবুল ও মঞ্জুর করো। আইয়ামে বীজের রোজা প্রতি আরবি মাসের ১৩,১৪ এবং ১৫ তারিখ রাখতে হয়, তবে এতি রাখা সুন্নত।আইয়ামে বীজের রোজার নিয়ত রমজানের রোজার নিয়তের মতোই। তাই আমাদের সাইটের সার্চ বক্সে গিয়ে রোজার নিয়ত বলে সার্চ করলে রোজার নিয়ত পেয়ে যাবেন। সেই দোয়া বলে আইয়ামে বীজের রোজার নিয়ত করে যাবে সমস্যা নেই।মহানবী প্রত্যেক মুসলিম নর-নারীকেই প্রতি মাসের এই রোজা রাখতে বলেছেন। এই জন্য আইয়ামে বীজের রোজা রাখা অত্যান্ত সওয়াবের এবং একদিকে সুন্নাত আবার অন্যদিকে তা নফল রোজা হিসেবে পরিগণিত হয়।
আপনারা চাইলে আমাদের এই ওয়েবসাইট টি ফলো করতে পারেন। আমরা এখানে প্রতিনিয়ত ইসলামিক কন্টেন্ট দিয়ে থাকি। এখানে আপনি খুব সহজেই অনেক কিছু পেয়ে যাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।