আইয়ামে বীজের রোজার ক্যালেন্ডার ২০২৪

রোজা ফারসি শব্দ। এর আরবি প্রতিশব্দ হচ্ছে সিয়াম প্রতি বছর পবিত্র রমজান মাসের সিয়াম প্রতিটি মুসলিম নারী পুরুষের উপর খরচ করা হয়েছে। শুধুমাত্র ফরজ সিয়াম একজন মুসলিমকে পালন করতে হয় তা নয় বরং নফল কিংবা আরো কিছু সিয়াম রয়েছে যেগুলো পালনে অনেক ফজিলত রয়েছে। এই সমস্ত সিয়ামের মধ্যে অন্যতম হচ্ছে আইয়ামে বীজের রোজা। যা প্রতি মাসে তিনটি করে দেওয়ার নিয়ম রয়েছে। তাইতো ধর্মপ্রাণ অধিকাংশ মুসলিম আইয়ামে বীজের রোজা পরিপূর্ণভাবে পালন করার জন্য এই রোজার ক্যালেন্ডার অনুসন্ধান করে থাকেন। আজ সকলের উদ্দেশ্যে আমরা আইয়ামে বীজের রোজার ক্যালেন্ডার ২০২৪ অর্থাৎ এ বছরের প্রতিটি মাসের আইয়ামে বীজের রোজার ক্যালেন্ডার নিয়ে এসেছি। যেগুলোর আলোকে আপনারা পরিপূর্ণভাবে আইয়ামে বীজের রোজা পরিপূর্ণভাবে পালন করতে পারবেন।

রোজা হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলিমদের জন্য পরিপূর্ণ একটি ইবাদত। যা কখনো কখনো একজন মুসলিমের উপর ফরজ আবার সুন্নত বা ওয়াজিব হয়ে যায়। মুসলিমের জীবনে রোজার অনেক ফজিলত রয়েছে। তাইতো ধর্ম মুসলিম মহান আল্লাহতালার সন্তুষ্টি ও ফজিলত এর আশায় প্রতিবছর পবিত্র রমজান মাসের প্রতিটি সিয়াম পরিপূর্ণভাবে পালন করে থাকে এছাড়াও তারা প্রতি মাসে রাসুলের সুন্নত অনুযায়ী মহান আল্লাহতালার সন্তুষ্টি লাভের উদ্দেশে আইয়ামে বীজের রোজা দিয়ে থাকে। প্রতিটি ইসলামিক মাসে এই রোজার একটি নির্দিষ্ট সময়ে রয়েছে। প্রতি মাসে আইয়ামে বীজের রোজা তিনটি পালন করতে হয় যা অনেক ফজিলতপূর্ণ। তাই যারা এই তিনটি ফজিলতপূর্ণ সিয়াম পালন করতে চায় তারা পরিপূর্ণভাবে পালন করার জন্য আইয়ামে বীজের রোজার ক্যালেন্ডার কিংবা তারিখ সম্পর্কে অবগত হয়ে পরিপূর্ণভাবে আদায়ের চেষ্টা করে। এতে করে তারা রোজার পরিপূর্ণ সব মহান আল্লাহ তাআলার কাছ থেকে পেয়ে যায়।

আইয়ামে বীজের রোজার ক্যালেন্ডার ২০২৪

আপনি কি আইয়ামে বেজে রোজার ক্যালেন্ডার সংগ্রহ করার জন্য অনুসরণ করছেন। তাদের জন্য আমরা আজকে নিয়ে এসেছি তাই আইয়ামে বীজের রোজার ক্যালেন্ডার ২০২৪ অর্থাৎ আপনারা এখানে আমাদের ওয়েবসাইট থেকে ক্যালেন্ডারটি সংগ্রহ করতে পারবেন যেখানে প্রতিটি মাসের আইয়ামে বীজের রোজার তারিখ গুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে সেই সাথে রোজার নিয়ম কানুন এবং অন্যান্য ছোট ছোট আমল সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তাই আশা করছি আমাদের এই ক্যালেন্ডারটির মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন।

আইয়ামে বীজ কি

আরবী বার মাসের মধ্যে প্রত্যেক মাসের ১৩, ১৪ ও ১৫’ তারিখ যে রোজা নবিজী (সাঃ) রাখতে বলেছেন তাই হলো আইয়ামে বীজের রোজা বা তাকেই আইয়ামে বীজ বলা হয়।

আইয়ামে বীজের রোজার গুরুত্ব ও ফজিলতঃ

আমাদের অবশ্যই সকল ভাল কাজের গুরুত্ব ও ফজিলতের বিষয় সম্পর্কে জানতে হবে। এর ফলে আমরা ইবাদত করতে আগ্রহ পাবো। জেনে বুঝে ইবাদত করার মধ্যে আনন্দ রয়েছে এতে ঈমান বৃদ্ধি পায়। তাই আমরা আমাদের আলোচনার মাধ্যমে আইয়ামে ব্রিজের রোজার গুরুত্ব ফজিলতের বিষয় সম্পর্কে সামান্য কিছু হাদিস আপনাদের মাঝে তুলে ধরব। আশা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা ফজিলত গুলার বিষয়ে সম্পর্কে জানবেন।

ইবনু মিলহান আল-ক্বায়সী (রহঃ) হতে তার পিতা থেকে বর্ণিতঃ তিনি বলেন,
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আইয়ামে বীয অর্থৎ চাঁদের ১৩, ১৪ ও ১৫ তারিখে সওম পালনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বর্ণনাকারী বলেন, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এগুলো সারা বছর সওম রাখার সমতুল্য।
– আবু দাউদ ২৪৪৯, হাদীসের মানঃ সহীহ
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমার বন্ধু (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন,
প্রতি মাসে তিন দিন করে সওম পালন করা এবং দুই রাকাত সালাতুদ দুহা এবং ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা।
– বুখারী ১৯৮১, হাদীসের মানঃ সহীহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *