রোজার ঈদের নামাজের নিয়ম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পালন করার পর আজকে আমরা পবিত্র ঈদুল ফিতর এর নামাজ আদায় কআই, আর এই পবিত্র ঈদুল ফিতর বা রোজার ঈদের নামাজের নিয়ম নিয়ত কিভাবে করতে হয় তা আমরা সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তাই আপনারা আমাদের এই আর্টিকেলটি স্কিপ না দিয়ে ভালোভাবে পড়ুন, আর আপনারা আমাদের যারা নিয়মিত ভিজিটর রয়েছেন, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত ইফতারের সময়সূচি নামাজের সময়সূচী ও ইসলামিক পোস্ট করে থাকি। আমাদের এই ওয়েবসাইটি তাই আপনারা আমাদের এই ওয়েবসাইট থেকে রোজা ও নামাজ সম্পর্কিত কনটেন্ট সংগ্রহ করতে পারবেন।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পালন করার পর যখন মুসলিম উম্মাহর মাঝে রমজানের ঈদের চাঁদ দেখা যায় তখন সবচেয়ে বেশি খুশি হয় রোজাদার ব্যক্তি কারণ দীর্ঘ এক মাস আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ৩০ টি রোজাব্রত পালন করা আর এই রমজানের ঈদের খুশি মুসলিমদের মাঝে অন্যরকম বিরাজমান।

রোজার ঈদের নামাজের নিয়ম

রোজার ঈদের নামাজ এর নিয়ম আপনি যদি অনলাইনে খুঁজে থাকেন তাহলে আপনি একেবারেই ঠিক জায়গায় রয়েছেন, কারন আপনি আমাদের এই আর্টিকেল থেকে বিস্তারিত ভাবে জেনে নিতে পারবেন সেজন্য আপনাকে আর্টিকেলটি ভালোভাবে পড়তে হবে।

নামাজের নিয়ত

রোজার ঈদের নামাযে সুন্নতে মুয়াক্কাদা 12 তাকবীর আগে সাত পরে পাচ কেবলামুখী হয়ে ইমামের পিছনে আল্লাহু আকবার এভাবে ঠিক প্রথম রাকাতে সাত তাকবীর দ্বিতীয় রাকাতে পাচ তাকবীর এভাবে রোজার ঈদের নামাজ এর নিয়ে করতে হবে তবে রোজার ঈদের নামাজের আরো একটি নিয়ম রয়েছে সেভাবেও আপনি আদায় করতে পারবেন। তা হল ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ৬ তাকবীর ইমামের পিছনে কেবলামুখী হয়ে আল্লাহু আকবার ইমামের সঙ্গে তাকবীরে তাহরীমা আল্লাহু আকবার বলে উবায় হাত বাধা তারপর ছানা পড়বেন, এভাবে ছয় তাকবীর নামাজ আদায় করতে পারবেন নিচে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে

  • আপনি প্রথমত, স্বাভাবিক নামাজের মতোই তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধবেন। তারপর ছানা পাঠ করবেন।
  • তারপর অতিরিক্ত তিনটি তাকবির বলবেন। প্রথম দুই তাকবিরে হাত তুলে ছেড়ে দেবেন এবং তৃতীয় তাকবিরে হাত বেঁধে রাখবেন।
  • তারপর আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ার পর ইমাম সুরা ফাতিহা পড়ে এর সঙ্গে অন্য একটি সুরা মেলাবেন।
  • তারপর স্বাভাবিক নামাজের মতোই রুকু-সিজদা করে প্রথম রাকাত শেষ করবেন।
  • দ্বিতীয় রাকাতে ইমাম কিরাত পড়া শেষে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির দেবেন। প্রতি তাকবিরের সঙ্গে হাত উঠাবেন এবং ছেড়ে দেবেন। তারপর চতুর্থ তাকবির বলে রুকুতে চলে যাবেন।

রোজার ঈদের নামাজের নিয়ত (আরবিতে

আপনি রোজার ঈদের নামাজের নিয়ত আরবি দিও পড়তে পারেন যদিও নিয়ত মানে হচ্ছে সংকল্প করা তবু আপনি ইচ্ছা করলে আরবি দিয়েও নিয়ত করতে পারেন। তবে অনেকেই আরবি নিয়ত না জানা থাকার কারণে বাংলা দিয়ে নিয়ত করে থাকে তবে আমরা এই আর্টিকেলে আরবি নিয়ত সুন্দরভাবে তুলে ধরেছি আপনি সংগ্রহ করে নিতে পারেন নিচে তা দেওয়া হল

নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকয়াতা সালাতি ঈদিল ফিতর, মায়া ছিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তায়ালা ইকতাদাইতু বিহাযাল ইমাম, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *